অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে খাগড়াছড়ি বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ১০ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:৩৫ পূর্বাহ্ণ

পাহাড় থেকে সকল অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। গতকাল সোমবার জেলা শহরের চেঙ্গী স্কয়ার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে দ্রুত সময়ে পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধার, আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী কর্মকান্ড বন্ধসহ খুন, গুম এবং চাঁদাবাজি বন্ধের দাবিতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় সংগঠনটি। এসময় ১৯৯৬সালে ৯ সেপ্টেম্বর রাঙামাটির পাকুয়াখালী ৩৫ কাঠুরিয়া হত্যার বিচার দাবি করে বিক্ষোভকারীরা। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মো. লোকমান হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মোহাম্মদ আলমগীর কবির, কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম, খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম মাসুম রানা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধইউএনওর প্রচেষ্টায় দুর্গম পাহাড়ে উচ্চ বিদ্যালয়
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম লেখিকা সংঘের শরৎকালীন সাহিত্যাসর