চট্টগ্রামের জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। দুর্বৃত্তায়ন কিংবা যে–কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।
জেলা আইন–শৃঙ্খলা কমিটির সভা গতকাল রোববার নগরীর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন–শৃঙ্খলা নিয়ন্ত্রণে করণীয়, অবৈধ অস্ত্র উদ্ধার ও নারী–শিশু নির্যাতন প্রতিরোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ মোকাবিলা, চোরাচালান দমন ও অনিবন্ধিত হাসপাতালের বিরুদ্ধে অভিযান, অবৈধ বালু উত্তোলন, জমির টপসয়েল ও মাটি কাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, নতুন ব্রিজ এলাকায় পরিবহনে যাত্রী হয়রানি বন্ধ ও চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধ বিষয়ে আলোচনা হয়। সভায় অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. জুনায়েদ কাউছার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম, আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে গতকাল দুপুরে একই স্থানে প্রস্তুতি সভা হয়। সভায় জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর সন্তান, বীরাঙ্গনাসহ যুদ্ধকালীন সংগ্রামে অংশগ্রহণকারী যোদ্ধাদের আত্মত্যাগ ও সাহসিকতার কারণে আজকের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। তাদের স্মৃতি আমাদের প্রেরণার চিরন্তন উৎস। তিনি বলেন, মহান বিজয় দিবস আমাদের জাতীয় গৌরব ও আত্মত্যাগের প্রতীক। এ দিবসের মর্যাদা অক্ষুণ্ন রাখতে সকলের সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিনের সঞ্চালনায় সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের কর্মসূচি যথাযথ মর্যাদা, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রেখে পালনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ে কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে সকল উপজেলা নির্বাহী অফিসারসহ অন্য সকল দপ্তরের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দেন জেলা প্রশাসক। সভায় সরকারি–বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধা প্রতিনিধি উপস্থিত ছিলেন।












