অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার না করলে নির্বাচন সুষ্ঠু হবেনা বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ৭ (রাঙ্গুনিয়া)আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এ টি এম রেজাউল করিম। তিনি গত শুক্রবার ইছাখালি রাঙ্গুনিয়া প্রেস ক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। এই সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলার নায়েবে আমির শওকত হোসেন, রাশেদুল ইসলাম তালুকদার, সরোয়ার হোসেন প্রমুখ। সভায় ডা. এ টি এম রেজাউল করিম রাঙ্গুনিয়ার উন্নয়ন ও জনকল্যাণে ২০ দফা কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। তিনি বলেন, আমি এই মাটির সন্তান, এই এলাকার মানুষের সুখ–দুঃখের অংশীদার। রাঙ্গুনিয়ার অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়তে চাই। তাঁর ২০ দফা পরিকল্পনার মধ্যে রয়েছে চট্টগ্রামু কাপ্তাই সড়ক চার লেনে উন্নীতকরণ, মরিয়মনগর রাণীরহাট ডিসি রোড প্রশস্তকরণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, গুমাই বিল রক্ষা, মাদক রোধে পদক্ষেপ, কর্ণফুলী নদীর দূষণ রোধ এবং প্রবাসীদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন।
জুলাই আগস্টের গণআন্দোলনে নিহতদের স্মরণ করে ডা. রেজাউল করিম বলেন, আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সব বীর শহিদদের, যাঁদের রক্তের বিনিময়ে দেশে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে।












