অবৈধ অনুপ্রবেশের দায়ে বান্দরবানের আলীকদম উপজেলায় ৮১ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। গতকাল সোমবার সকালে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে উপজেলার কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় ৩১ জন শিশু এবং ৫০ জন মিয়ানমারের নাগরিককে করেছে।
দালাল চক্রের সদস্যরা টাকা নেওয়ার পর বাসটার্মিনাল থেকে গাড়ি দিয়ে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে তাদেরকে পাঠানোর সময় আটক করা হয়েছে। আটক রোহিঙ্গা মো. শফি উল্লাহ বলেন, ৮ লাখ টাকা দিয়ে দালাল চক্রের মাধ্যমে রাতের আঁধারে আলীকদমে কয়েকটি সীমান্ত দিয়ে তারা আমাদেরকে পাঠিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ওসি মীর্জা জহির উদ্দিন জানান, পৃথক অভিযানে আটককৃত ৮১ জন রোহিঙ্গাকে পুশব্যাক করার জন্য বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপায়ন দেব জানান, গতকাল সকালে ৩টি পৃথক অভিযানে এইসব রোহিঙ্গাকে আটক করা হয়। আটককৃতদের মিয়ানমারে পুশব্যাক করার প্রক্রিয়া চলমান রয়েছে। আপাতত তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।