অবৈধভাবে স্পেনে ঢোকার চেষ্টা, ৪ ঘণ্টা বন্ধ বিমানবন্দর

| সোমবার , ৮ নভেম্বর, ২০২১ at ৯:২১ পূর্বাহ্ণ

অভিবাসন প্রত্যাশীদের অবৈধভাবে স্পেনে প্রবেশের চেষ্টার কারণে দেশটির একটি ব্যস্ত বিমানবন্দরের কার্যক্রম প্রায় চার ঘণ্টা বন্ধ ছিল। শুক্রবার দেশটির পালামা দে মায়োরকা বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। খবর বিডিনিউজের।
মরক্কোর কাসাব্লাঙ্কা থেকে একটি উড়োজাহাজ তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথে জরুরি চিকিৎসার প্রয়োজনে উড়োজাহাজটি পালমা দে মায়োরকা বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়। অবতরণ করার পর উড়োজাহাজটির ২১ জন যাত্রী দৌঁড়ে রানওয়ে পেরিয়ে বিমানবন্দরটির বেড়ার ওপর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে, কিন্তু আরও ১২ জন পালিয়ে আছেন বলে জানা গেছে। উড়োজাহাজ থেকে ওই দলটির পালিয়ে যাওয়ার ঘটনা তাৎক্ষণিকভাবে ঘটেছে না অভিবাসন প্রত্যাশীদের অবৈধভাবে স্পেনে ঢোকানোর বিস্তারিত পরিকল্পনা থেকে এমনটি ঘটানো হয়েছে পুলিশ তা তদন্ত করে দেখছে। স্পেনের বালেয়ারিক দ্বীপপুঞ্জের শীর্ষ সরকারি কর্মকর্তা আইনা কালভো বলেছেন, স্পেনের কোনো বিমানবন্দরের জন্য এ ঘটনা নজিরবিহীন। মরক্কোর এক ব্যক্তি ডায়াবেটিক কোমায় পড়েছেন, এমনটি জানানোর পর এয়ার আরাবিয়া মারোকের উড়োজাহাজটিতে উঠে স্পেনের জরুরি বিভাগের কর্মীরা, তখনই ঘটনাটি শুরু হয়। তারা যখন ওই রোগীকে নামানোর কাছে ব্যস্ত তখন উড়োজাহাজটির ২১ যাত্রী দৌঁড়ে সিঁড়ি দিয়ে নেমে পালিয়ে যায়। তারা বিমানবন্দরে পার্ক করে রাখা উড়োজাহাজগুলোর নিচে লুকিয়ে পড়ে বলে জানা গেছে।
স্পেনের এফে বার্তা সংস্থা জানিয়েছে, হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর ওই লোককে শারীরিকভাবে ভালো অবস্থায় পাওয়া যায়, তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু অবৈধভাবে স্পেনে প্রবেশের দায়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পূর্ববর্তী নিবন্ধবন্দর-কোয়ালিটির ড্রয়ে রানার্স আপের দৌড়ে চসিক
পরবর্তী নিবন্ধসুদানে ধর্মঘটে কাঁদানে গ্যাস নিক্ষেপ, আটক অনেকেই