অবৈধভাবে মাটি কাটায় লাখ টাকা জরিমানা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ জানুয়ারি, ২০২৪ at ৯:৩৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটায় ১ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই ব্যবসায়ীর নাম বদরুস কোম্পানি। তিনি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা। গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন অভিযান চালিয়ে এই অর্থদণ্ড দেন। তিনি জানান, ইসলামপুর ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই সময় ফসলি জমি ও পাহাড় থেকে অবৈধ ভাবে মাটি কাটায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় স্থানীয় ১ ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। ঘটনাস্থলে মাটি কাটার কাজে ব্যবহৃত ১টি স্কেভেটর জব্দ করা হয়। ফসলি জমি ও পাহাড় কাটা বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় মসজিদে নির্মাণ সামগ্রী দিলেন পৌর মেয়র
পরবর্তী নিবন্ধকাভার্ডভ্যানে ‘ফিলিং স্টেশন’ ১ লক্ষ টাকা জরিমানা