লোহাগাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ২টি ডাম্পট্রাক ও একটি এক্সকেভেটর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের মছনের হাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান। তিনি জানান, অবৈধভাবে মাটি কাটার খবরে অভিযান পরিচালনা করা হয়। এসময় ঘটনাস্থল থেকে মাটি কাটা ও পরিবহণে ব্যবহৃত ২টি ডাম্পট্রাক এবং ১টি এক্সকেভেটর জব্দ করা হয়েছে। অভিযানের খবর পেয়ে মাটি কাটার সাথে জড়িতরা পালিয়ে যায়। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালে সেনাবাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।