অবৈধভাবে বালু উত্তোলন হালদায় ড্রেজার জব্দ, আটক ২

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ২৮ নভেম্বর, ২০২৫ at ১০:৩৪ পূর্বাহ্ণ

হালদা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় একটি ইঞ্জিনচালিত ড্রেজার জব্দ করা হয়। জব্দকৃত ড্রেজার নৌ পুলিশের রামদাস মুন্সিরহাট ক্যাম্প হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় নৌ পুলিশের উপপরিদর্শক মো. হাবিবুর রহমান বাদী হয়ে হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করেছেন।

আটককৃতরা হলেন, ভোলা জেলার ভেলু মিয়া বাজার এলাকার আলাউদ্দিন মাঝির ছেলে মো. সোলাইমান (২২) ও একই জেলার চরফ্যাশন থানার আবদুল মজিদ ঢালীর ছেলে মো. কালাম (৩২)। গতকাল বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নৌ পুলিশ।

হালদা নদীর অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের এএসআই মো. রমজান আলী জানান, গত বুধবার বিকেলের দিকে হালদার মদুনাঘাট কাটাখালি এলাকা থেকে ২ জনকে একটি ড্রেজারসহ আটক করা হয়। এ ঘটনায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে পুননির্বাচিত নাসির উদ্দিন চৌধুরী
পরবর্তী নিবন্ধজন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে সকলকে ভূমিকা রাখতে হবে