চট্টগ্রামের লোহাগাড়ায় আওয়ামী দোসরের নেতৃত্বে খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার প্রতিবাদ করায় মিথ্যা, ভিত্তিহীন, চাঁদাবাজি ও মানহানিকর মামলা করেছে বালু সিন্ডিকেট, তারই প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার একটি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোহাম্মদ তারেক। এসময় তিনি অভিযোগ করে বলেন, এলাকার জামছড়ি খালের বালু মহল লিজ দেওয়া হয়েছে একজনকে কিন্তুু বালু উত্তোলন করছে আওয়ামী দোষর। তারা জামছড়ি খালে বালু উত্তোলনের পাশাপাশি পার্শ্ববর্তী টংকাবতী নদী থেকে বালু উত্তোলন করে আসছিলো ফলে এলাকার গ্রামীণ সড়ক ব্রীজ ও নদী ভাঙ্গনের কবলে পড়ে।
এই অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় আমাদের বিরুদ্ধে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ২ লক্ষ টাকা চাঁদা দাবিসহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করেন যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোহাম্মদ শহিদ, মোহাম্মদ তারেক, মো. আবু বক্কর ও আবরার হোসাইন সাঈদি প্রমুখ উপস্থিত ছিলেন।