অবৈধভাবে পানি বিক্রি, যুবককে কারাদণ্ড

লাইসেন্স ব্যতীত ডিপটিউবওয়েল স্থাপন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:১৯ পূর্বাহ্ণ

অবৈধভাবে পানি বিক্রির দায়ে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৭দিনের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। একই সাথে পানি ব্যবসার বিভিন্ন যন্ত্রপাতিসহ আনুষঙ্গিক জিনিসপত্র জব্দ করা হয়েছে। চট্টগ্রাম ওয়াসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার গতকাল নগরীর হালিশহর বিব্লক এর বিহারী কবরস্থান সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উক্ত দণ্ডাদেশ প্রদান করেন।

চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষের লাইসেন্স (বাণিজ্যিক) ব্যতীত ডিপটিউবয়েল স্থাপন করে পানি বিক্রির ব্যবসা করছিলেন মোহাম্মদ সাদ্দাম হোসেন (৩০) নামের এক যুবক। গতকাল অভিযানকালে তার অবৈধ ব্যবসার ব্যাপারটি সম্পর্কে নিশ্চিত হয়ে ওয়াসার ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। এই সময় পানি বিক্রির কাজে ব্যবহৃত মোটর, বোতল ও বোতলের ক্যাপসমূহ জব্দ করা হয়। খুলশী থানা পুলিশের সহায়তায় চট্টগ্রাম ওয়াসা এই অভিযান পরিচালনা করে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় কলেজ ছাত্রলীগ সভাপতিকে কুপিয়ে জখম
পরবর্তী নিবন্ধআরসা প্রধানের বডিগার্ড ও ২ ক্যাম্প কমান্ডার অস্ত্রসহ গ্রেপ্তার