অবৈধভাবে চলছে ডায়াগনস্টিক সেন্টার, দুুটিতে সিলগালা

বোয়ালখালীর জোটপুকুর পাড় ও চৌধুরীহাট

বোয়ালখালী প্রতিনিধি | সোমবার , ১৩ জুন, ২০২২ at ৮:১৮ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে বৈধ কাগজপত্র না থাকায় দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে উপজেলার জোটপুকুর পাড় ও চৌধুরীহাটে অভিযান চালিয়ে এ দুটি প্রতিষ্ঠানে সিলগালা করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আকতার।
তিনি বলেন, রোববার উপজেলার বিভিন্ন জায়গায় অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় ছনদন্ডী জোটপুকুর পাড় এলাকায় হেলথ পয়েন্ট ও কধুরখীল চৌধুরীহাটের মেট্রো ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব পায়রা দিবস আজ
পরবর্তী নিবন্ধসৈয়্যদ আহমদ শাহ সিরিকোটি ইসলামের সমুজ্জ্বল বাতিঘর