চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের বেশ গুরুত্বপূর্ণ কিছু খাল যেমন– হাতিয়ার খাল, পাগলী খাল, চাম্বী খাল, চান্দা খাল, সোনাছড়া খাল, হাইছবিলা খাল, ফারাঙ্গা ছড়াসহ আরো কিছু খাল একসময় ছিল প্রাকৃতিক ভারসাম্যের অবিচ্ছেদ্য অংশ, যা কৃষির উন্নতি এবং জলজ প্রাণী ও জীববৈচিত্র্যের জন্য অপরিহার্য ছিল। কিন্তু দুঃখজনকভাবে, বহু বছর ধরে এসব খাল দখলের শিকার হয়ে আসছে। কোথাও গড়ে উঠছে অবৈধ স্থাপনা, কোথাও চলছে নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন। ফলে খালগুলোর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, তৈরি হচ্ছে জলাবদ্ধতা আর চাষাবাদে পড়ছে নেতিবাচক প্রভাব। জলজ প্রাণী ও স্থানীয় জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে এবং খালকে ঘিরে গড়ে ওঠা পরিবেশগত ভারসাম্য আজ মারাত্মক হুমকির মুখে। এই পরিস্থিতি থেকে উত্তরণে জরুরি প্রশাসনিক ব্যবস্থা এবং স্থানীয় জনগণের সচেতন অংশগ্রহণ প্রয়োজন। অবৈধ দখল ও বালু উত্তোলন রোধে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
হাসনাইন মাবরুর
চুনতি, লোহাগাড়া,
চট্টগ্রাম।