অবিলম্বে সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করার দাবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ অক্টোবর, ২০২৪ at ৪:৫০ পূর্বাহ্ণ

 অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট বন্ধ, ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা এবং খুনি পুলিশ সদস্যদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রামের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় নেতাকর্মীরা বলেন, দাবি আদায় না হলে জুলাই বিপ্লবের মতো ফের আন্দোলনে নামবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আওয়ামী লীগ আমলে গড়ে ওঠা অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট, গণঅভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেয়া ফ্যাসিবাদের দোসর সাংবাদিক ও আন্দোলনে গুলি করে ছাত্র হত্যার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

সমাবেশের সভাপতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসরদের কেউ কেউ প্রেসক্লাবের সামনে সমাবেশ ডেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা ছাত্রলীগ নেতাকর্মীদের পায়ের রগ কেটে দিয়েছে এমন মিথ্যাচারও করেছে। এই ধরনের চিহ্নিত সাংবাদিক নামধারী দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানাচ্ছি। রাসেল আহমেদ বলেন, গত ১৫ বছর ধরে ফ্যাসিবাদের দোসর লুটেরা ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি হয়েছে। তারাই এখন অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে কোন কারণ ছাড়াই নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। অবিলম্বে সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করার দাবি জানান তারা। তিনি আরো বলেন, গণঅভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিয়ে ছাত্রজনতার আন্দোলন নষ্ট করার অপচেষ্টা করেছিল চট্টগ্রামের কতিপয় সাংবাদিক। তারা বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের পাশাপাশি পুলিশের সোর্স হিসেবে সরাসরি কাজ করেছে। তাদের কারণেই অসংখ্য আন্দোলনরত ছাত্রজনতা হতাহত হয়েছে। এসময় অন্যান্য সমন্বয়করা বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধশতভাগ পাস ১৩ কলেজে, ৫টিতে সবাই ফেল
পরবর্তী নিবন্ধপরপর পাঁচ বছর এগিয়ে মেয়েরা