অবিলম্বে শিশু আছিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি

নগরে ইসলামী ছাত্রসেনার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

| শনিবার , ১৫ মার্চ, ২০২৫ at ১০:৪৪ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতিতে মানুষ দিশেহারা। শিশু আছিয়ার ধর্ষণের ঘটনা আইয়ামে জাহেলিয়াতকে হার মানিয়েছে। অতীতে ধর্ষণের যথোপযুক্ত বিচার না হওয়ায় এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঘটছে। তিনি অবিলম্বে শিশু আছিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এছাড়া মব জাস্টিস বন্ধ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শিগগিরই দায়িত্বশীল ভূমিকা পালনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান। ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল ১৪ মার্চ বাদ জুমা জমিয়তুল ফালাহ মসজিদ চত্বরে দেশের বিভিন্ন স্থানে নারীশিশু ধর্ষণের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন। ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর সভাপতি রাশেদুল ইসলাম রাসেলের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন ইসলামিক যুবফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম আবু সাদেক ছিটু। ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক এইচ এম ফোরকানের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নগর ফ্রন্টের সহসভাপতি মুহাম্মদ ইমরান, আলী আজগর, নগর যুবফ্রন্ট আহ্বায়ক সাইফুল ইসলাম লিটন, ইউসুফ কবির, কাউছারুল ইসলাম সোহেল, আব্দুল্লাহ আল মুমিন, দক্ষিণ জেলা সেনা সভাপতি মাসরুর রহমান, শহীদুল ইসলাম, মামুনুর রশিদ, নুরুল আমিন, মোবারক হোসেন হিরু,আলআমিন প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল লালখান বাজার, ওয়াসা মোড়সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জমিয়তুল ফালাহ মসজিদ চত্বরে এসে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআছিয়ার ধর্ষকদের ফাঁসির দাবিতে পেকুয়ায় মানববন্ধন
পরবর্তী নিবন্ধছাত্রকে নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক