বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বশীল সমাবেশ গতকাল মঙ্গলবার দেওয়ানবাজারস্থ মহানগরী জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শুরুতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়।
জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, জাতি আজ একজন আদর্শ দেশপ্রেমিক ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী নেত্রীকে হারাল। ঐক্যবদ্ধ দেশ ও জাতি গঠনে বেগম খালেদা জিয়ার অগ্রণী ভূমিকা দেশবাসী আজীবন স্মরণ রাখবে শ্রদ্ধার সাথে। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের পূর্বে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। গতকাল মঙ্গলবার মহানগরী জামায়াতের কার্যালয়ে চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন অত্যাবশ্যক। অবিলম্বে শহীদ হাদির খুনিদের বিচারের আওতায় আনতে হবে। সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মুহাম্মদ আমিরুজ্জামান, অধ্যাপক জাফর সাদেক, মাওলানা মোস্তাফিজুর রহমান, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম, উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, রাঙামাটি পার্বত্য জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল আলীম, বান্দরবান পার্বত্য জেলা আমির মাওলানা আব্দুস সালাম আজাদ, দক্ষিণ জেলা নায়েবে আমির অধ্যাপক মুহাম্মদ নুর উল্লাহ, কক্সবাজার জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুল্লাহ, উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, কক্সবাজার জেলা সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, খাগড়াছড়ি জেলা সেক্রেটারি মিনহাজ উদ্দিন, বান্দরবান জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আউয়াল, রাঙামাটি জেলা সেক্রেটারি মনছুরুল হক, চট্টগ্রাম মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











