প্রায় সাড়ে ১৫০০০ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম কক্সবাজার নতুন রেলপথ নির্মাণ পরবর্তী গত বছর ট্রেন চলাচল শুরু হয়। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় এই, ঢাকা কক্সবাজার রুটে ট্রেন সার্ভিস চালু হলেও চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচলের কোন উদ্যোগ নেয়া হয়নি। তবে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে গত ৮ এপ্রিল সাময়িকভাবে চট্টগ্রাম কক্সবাজার রুটে ১টি ট্রেন চালু করে রেল মন্ত্রণালয়। কিন্তু বিভিন্ন অজুহাতে দেখিয়ে ঐ সার্ভিসটিও বন্ধ করার ঘোষণা দেওয়া হয়। পরে অবশ্য জনগণের তীব্র ক্ষোভের মুখে ১২ জুন থেকে আবারো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এমতাবস্থায় চট্টগ্রামবাসী মনে করে না কোন ঠুনকো অজুহাতে চট্টগ্রাম কক্সবাজার রুটে স্থায়ীভাবে ট্রেন সার্ভিস চালু করার সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কালক্ষেপণ করবেন। অন্যথায় চট্টগ্রামের প্রতি বিমাতাসূলভ আচরণের দায় নিতে হবে বর্তমান সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
মোজাফফ্র আমান,
ফোররক সেন্টার,
নজুমিঞা হাট, চট্টগ্রাম।