বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেছেন, কালুঘাট সেতুটি বহু পুরাতন ও সরু হওয়ায় প্রায়ই যানজট ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ হয়েছে। এ অবস্থায় সরকারের পক্ষ থেকে নতুন সেতু নির্মাণে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু দেখা যাচ্ছে না। তাই চট্টগ্রাম শহর ও বোয়ালখালীবাসীর আস্থা ও নির্ভরতার কেন্দ্র হিসেবে খ্যাত কালুঘাট সেতুটি নির্মাণে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।
গত ৭ নভেম্বর বোয়ালখালী উপজেলার ঘোষখীল ব্লাড ব্যাংকের ১ম বর্ষ পূর্তি পালন উপলক্ষে স্থানীয় ফয়েজ আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ময়দানে আয়োজিত এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা, গুণীজন সম্মাননা, ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ জিয়াউল হক সবুজের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন। মোহাম্মদ করিমুল ইসলাম ও আখির যৌথ সঞ্চালনায় সংবর্ধিত অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা হাবিলদার আলতাফ হোসেন, মাস্টার মুহাম্মদ ইউসুফ, মো. ইসহাক মাস্টার (মরণোত্তর), মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন (মরণোত্তর)। বক্তব্য দেন, মাওলানা এস এম আকতার উদ্দিন, মাওলানা এস এম মঈন উদ্দীন, গিয়াস উদ্দিন সোহেল, ফেরদৌস আলম, মঞ্জুর হাসান, আবদুল আহাদ টিপু, সাজ্জাদ হোসেন লিটন, আরমান উদ্দীন, মুহাম্মদ মোস্তাফিজুর রহমান নয়ন প্রমুখ। শেষে সংবর্ধিত অতিথিদের হাতে স্মারক ক্রেস্ট, এইচএসসি উত্তীর্ণদের সম্মাননা ও কুইজ প্রতিযোগিতায় কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












