অবিলম্বে কালুরঘাট সেতু নির্মাণ শুরু করার আহ্বান

চট্টগ্রাম নাগরিক ফোরামের সভা

| রবিবার , ২৯ নভেম্বর, ২০২০ at ১০:৫৮ পূর্বাহ্ণ

কর্ণফুলীর মেয়াদোত্তীর্ণ কালুরঘাট সেতুর পরিবর্তে নতুন ‘সড়ক ও রেল সেতু দ্রুত অনুমোদন ও অবিলম্বে নির্মাণকাজ শুরুর আহ্বান জানিয়ে ভার্চুয়াল সভা গত ২৬ নভেম্বর অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন।
ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দীনের সঞ্চালনায় ভার্চুয়াল সভায় বক্তারা বলেন, দীর্ঘদিনের মেয়াদোত্তীর্ণ কালুরঘাট সেতু চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় এবং বোয়ালখালী, পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রামের অন্যান্য উপজেলার জনগণের কাছে এ সেতু দিয়ে যোগাযোগের গুরুত্ব বেড়ে যাওয়ায় ভঙ্গুর বর্তমান রেল সেতুর পরিবর্তে নতুন ‘সড়ক ও রেল সেতু’ নির্মাণ বৃহত্তর চট্টগ্রামবাসীর দীর্ঘদিনে দাবি। যে কোন সময় এ সেতু দিয়ে রেল কিম্বা অন্যান্য যানবাহন চলাচলের সময় বড় ধরনের দুর্ঘটনায় জীবনহানির সম্ভাবনা আছে। এছাড়াও এ সেতুতে ঘন্টার পর পর যানজট লেগেই থাকে। এ সেতুর বিষয়ে সরকারের ঊর্ধতন মহল কর্তৃক বিভিন্ন সময় পরিকল্পনা, পরিদর্শন এবং নির্মাণে আশ্বাস দেয়া হলেও বাস্তবে নতুন কালুরঘাট সেতু আলোর মুখ দেখেনি। বক্তারা নতুন কালুরঘাট সেতু নির্মাণে সরকারের সংশিষ্ট বিভিন্ন দপ্তরের আন্তরিকতা ও চট্টগ্রাম বিভাগের সকল সংসদ সদস্যের সমন্বিত ও জোরালো ভূমিকা প্রত্যাশা করেন। সভায় বক্তব্য দেন, ফ্লোরিডা প্রবাসী সৈয়দ হারুন, মহানগর আওয়ামী লীগ নেতা জামশেদুল আলম চৌধুরী, বানিজ্যিক রাজধানী বাস্তবায়ন পরিষদের সভাপতি গোলাম রহমান, এ এস এম আজিম উদ্দিন, মির্জা ইমতিয়াজ, এজিএম জাহাঙ্গীর আলম, সাংবাদিক আবুল ফজল বাবুল, মতিউল, তছলিম খাঁ, কানিজ ফাতেমা লিমা, মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ, সাইফুদ্দিন আহমেদ, মো. ইউনুচ ও রিদুয়ান পাপ্পু।
সভাপতির বক্তব্যে ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী ২০১০ সালে নতুন কালুরঘাট সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বিভিন্ন সময় সরকারের বিভিন্ন দপ্তরের নানা ধরনের পরামর্শ ও সমন্বয়হীনতার জন্য এ সেতু একনেকে অনুমোদন হয়নি। দেশ ও জনগণের স্বার্থে নতুন কালুরঘাট ‘সড়ক ও রেল সেতু’ একনেকে দ্রুত অনুমোদন ও নির্মাণকাজ শুরু করার দাবিতে বৃহত্তর চট্টগ্রামবাসীকে জোরালো ভূমিকা রাখার অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের সভা
পরবর্তী নিবন্ধমুরাদপুরে আগুনে পুড়ল ১৬ বসতঘর