সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলার আহ্বায়ক, সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা মোখতার আহমদের ১৪তম মৃত্যু বার্ষিকীতে গত বুধবার অবিনাশী ৭১ মুক্তিযুদ্ধ ও প্রয়াত নেতা সন্তান পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সাইফুদ্দিন খালেদ বাহারের সভাপতিত্বে মরহুমের কবর প্রাঙ্গণে অনুষ্ঠিত সভা শুরুর পূর্বে মরহুমের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। মরহুমের পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন তার সন্তান আবদুল আল মামুন। মোনাজাত পরিচালনা করেন আবু এস এ গফুর।
পরে স্মরণসভা আবু তৈয়বের পরিচালনায় অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক পারভেজ মান্নান, মো. রেদওয়ান, আবু তৈয়ব চৌধুরী, তাজিব সুলতান, আসাদুজ্জামান খান, আমিনুল ইসলাম বাবু, সিজার বড়ুয়া, মো. নিজাম উদ্দিন সুলতান, রাজেশ ইমরান, সরওয়ার খান, রাজীব চৌধুরী, আরাফাতুল মান্নান, জয়নুদ্দিন জয়, এরশাদুল আলম, আব্দুল হক ও মো. সোহেল। প্রেস বিজ্ঞপ্তি।