অবিনাশী সুর

সৈয়দ জিয়াউদ্দীন | বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

চোখাচোখি হলে বাজে অন্তর জুড়ে

প্রেমের সে অবিনাশী সুর

তুমি কাছে এলে বলে মন

স্বপ্নজুড়ে জীবনের আলো ভরপুর।

দিনের শুরুটা হয় হাসিতে তোমার

দেখার অপেক্ষায় কাটে সারারাত

তোমার ছোঁয়ায় মিলে বেলীর সুবাস

হৃদয় গভীরে বহে আনন্দ প্রপাত।

প্রেমের বন্ধন সদা থাকুক অটুট

দুইজনের একটিই হউক হৃদয়

অবিনাশী প্রেমের সে মায়াবিনী সুর

সাথী হয়ে সারাটি জীবন যেন রয়।

প্রত্যাশা জাগে মনে তোমার কথায়

সব ছবিগুলো যেন আগামীর আঁকা

ছায়াও ছড়ায় মনে প্রেরণার আলো

সুখের রজনী হোক ভালোবাসা মাখা।

সময়টা সাথী হোক জীবনের বাঁকে

হৃদয়ে উঠুক বেজে সুর সুমধুর

প্রেমের সুবাসে ভরা থাক এই জীবন

ভালোবাসা থাক অবিরাম ভরপুর।

পূর্ববর্তী নিবন্ধশুভ হোক ২০২৬
পরবর্তী নিবন্ধশান্তির বাতায়নে কলুষমুক্ত হোক