একুশ মানে,
ভাষার চেতনায় স্বাধীন জন্মভূমি
লাভাস্রাবক আগ্নেয়গিরি;
একুশ মানে,
প্রবাহিত রক্তগঙ্গায় তুর্যধ্বনি
খান সেনাদের চোখ রাঙানি;
একুশ মানে,
উর্দুর বিরুদ্ধে সংগ্রাম জানি
মায়ের ভাষা রক্ষায় ওঠে দাবি;
একুশ মানে,
স্লোগানে স্লোগানে ঐক্য বাঙালি
চলবে না শোষকের শাসনবাজি;
একুশ মানে,
গড়ো ঐক্য চাই স্বাধীকার আজি
স্বাধিনতায় প্রতিজ্ঞ বাঙালি জাতি;
একুশ মানে,
রক্ত রঞ্জিত পতাকায় মিছিল করি
জিন্নাহ–খাজার টুটি চেপে ধরি;
একুশ মানে,
চলবে না পাকিদের হুকুম জারি
রুখবে না বাঙালি ১৪৪ ধারা জারি;
একুশ মানে,
শহীদ স্মরণে অন্তর্দাহে গর্জন করি
যুক্তফ্রন্টে বিজয়ের শপথ ধরি;
একুশ মানে,
রক্তে রাঙা একুশ ফেব্রুয়ারি
স্বধীন ভুমে জুলুম বাজির ফাঁসি;
একুশ মানে,
সংঘাত অশান্তি নয় ঐক্য করি
অবিনাশী চেতনায় দেশ গড়ি।