সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক চায় দেশের শান্তি প্রিয় মানুষ। সংঘাত, সংঘর্ষ, হানাহানি নয়, শান্তি ও স্থিতিশীলতাই সকলের কামনা। তিনি বলেন, জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল নাগরিক যাতে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করতে পারে – সেই পরিবেশ সুরক্ষা এখন সময়ের দাবি।
গতকাল বুধবার সাবেক মেয়রের এইচএম ভবন অডিটরিয়ামে হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত নারীদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ট্রাস্টের পরিচালক মোহাম্মদ সাইফুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, ট্রাস্টের সভাপতি মোহাম্মদ নিজামুল আলম, মোহাম্মদ সরোয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাহিদুল আলম, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সাবেক অধ্যক্ষ বাদশা আলম, সমাজসেবক সৈয়দ নাবিদ আব্দুল্লাহ মনজুর আলম, সৈয়দ আবেদ আব্দুল্লাহ মনজুর আলম, সখিনা ফেরদৌস, আবিদা কামাল, নূর জাহান, ফাতেমা বেগম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।