অবহেলিত সন্দ্বীপের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করব

সন্দ্বীপ প্রেস ক্লাবে মিল্টন ভুঁইয়া

সন্দ্বীপ প্রতিনিধি | রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:১২ পূর্বাহ্ণ

সন্দ্বীপে কর্মরত সংবাদকর্মী, পেশাজীবী ও সোশ্যাল এক্টিভিস্টদের সাথে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে সন্দ্বীপ প্রেস ক্লাবের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন।

সন্দ্বীপ প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ডা. মোজাম্মেল হোসনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফয়সালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, বিএনপি নেতা নুরুল ইসলাম শামীম, সন্দ্বীপ প্রেস ক্লাবের সহসভাপতি ইলিয়াস কামাল বাবু, এম এ হাশেম, মহিউদ্দিন শাহজাহান, বাদল রায় স্বাধীন, জাকের হোসাইন, সাজিদ মোহন, সাইফুল ইসলাম ইনসাফ, খাদেমুল ইসলাম, ইসমাইল হোসেন মনি, সাংবাদিক ইলিয়াছ সুমন, পুষ্পেন্দু মজুমদার, সাংবাদিক চারু মিল্লাত, আবদুল কাইয়ুম, নজরুল নাঈম, মিলাদ আব্বাস, ফাহাদ চৌধুরী প্রমুখ।

এ সময় সাংবাদিক সালেহ নোমান গত দুই বছর ঈদ যাত্রার সময় সন্দ্বীপের শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের জন্য ফ্রি সার্ভিসের ব্যবস্থা করায় মিজানুর রহমান ভুঁইয়া মিল্টনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সভায় মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন বলেন, ৫ অগাস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় ও স্বাধীনতা এসেছে তাতে আমরা আপনারা সবাই মুক্তস্বাধীন। দেশের উন্নয়নে, সন্দ্বীপের উন্নয়নে বিরাজমান সকল সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে কাজ করবো। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও সন্দ্বীপ নিয়ে কিছু করার সুযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, সাংবাদিকরা অবহেলিত সন্দ্বীপের যে সমস্যাগুলো আজকের সভায় তুলে ধরেছেন সেগুলো নিরসনের তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে সাত দিনের খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় জামায়াতে ইসলামীর কর্মী ও সহযোগী সম্মেলন