লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি৪ এর সাবেক গভর্নর লায়ন কামরুন মালেক বলেছেন, সুবিধাবঞ্চিত এবং কম সৌভাগ্যবান মানুষের দিকে একটু সহায়তার হাত বাড়ালেই সমাজ অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। মানুষের মুখে হাসি ফুটানোটা অনেক বড় ইবাদত বলে মন্তব্য করে লায়ন কামরুন মালেক বলেন, লায়নিজমের মূলমন্ত্র হচ্ছে মানুষের মুখে হাসি ফুটানো। সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটানোর মতো আনন্দের এবং তৃপ্তির আর কিছু হতে পারে না। তিনি বলেন, অবহেলিত মানুষ যখন হাসে তখন পুরো পৃথিবী হাসে। সৃষ্টিকর্তাও তখন অনেক বেশি সন্তুষ্ট হন।
লায়ন কামরুন মালেক গত শুক্রবার সকালে নগরীর নন্দনকাননস্থ বাংলাদেশ মহিলা সমিতি শিশু সদনের এতিম শিশুদের জন্য লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের এক লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
এতিমখানার শিশুদের ভরণপোষণের জন্য লায়ন্স ক্লাবের পক্ষ থেকে ওই অর্থ প্রদান করা হয়। লায়ন কামরুন মালেক ওই এতিমখানা পরিচালনা পর্যদের সিনিয়র সহ সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি এতিমখানার বিভিন্ন দিক তুলে ধরে সমাজের বিত্তবানদের অবহেলিত মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করার আহ্বান জানান।
লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের সভাপতি লায়ন ফজলে করিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি লায়ন কাঞ্চন মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক লায়ন গভর্নর ও সিএলএফ চেয়ারম্যান লায়ন মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, পিডিজি লায়ন সিরাজুল হক আনসারী, কেবিনেট ট্রেজারার লায়ন আবু বক্কর সিদ্দিকী, লায়ন জাহাঙ্গীর মিয়া, আর সি (হেডকোয়াটার), লায়ন জাহেদুল ইসলাম চৌধুরী, জোন চেয়ারপার্সন এবং এতিমখানার ট্রেজারার লায়ন নিশাত ইমরান, জোন চেয়ারপার্সন সাংবাদিক লায়ন হাসান আকবর, জোন চেয়ারপার্সন লায়ন মোর্শেদুল হক চৌধুরী, লায়ন কাজী নসরুল্লাহ, লায়ন সুশীল কুমার মজুমদার, এতিমখানার সেক্রেটারি লায়ন আবিদা মোস্তাফা, হেলাল উদ্দিন চৌধুরী, মোহাম্মাদ মোহসীন, বেগম আক্তার জাহান, লিও আলভী ইসমাইল, লিও ইফাত মিয়া রাফি প্রমুখ উপস্থিত ছিলেন।