অবহেলা ও গাফেলতি হলে ছাড় নয় : মেয়র

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) স্বাস্থ্যসেবার হারানো জৌলুস ফিরিয়ে আনতে দায়িত্ব নিয়ে কাজ করার জন্য কর্মরত চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন মেয়র রেজাউল করিম চৌধুরী। এক্ষেত্রে কারো কোনো অবহেলা ও গাফেলতি হলে ছাড় পাবে না বলেও সতর্ক করে দেন তিনি। গতকাল সোমবার সকালে স্বাস্থ্য বিভাগের কর্মরত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গতকাল সকালে টাইগার পাসস্থ নগর ভবনের অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক।
সভায় মেয়র বলেন, সিটি কর্পোরেশনের স্বাস্থ্যসেবার অতীতের সুনাম আবার ফিরিয়ে আনা হবে। নগরবাসীর জন্য সুলভে চিকিৎসাসেবা নিশ্চিতে ঢেলে সাজানো হবে মেমন মাতৃসদন হাসপাতাল, জেনারেল হাসপাতাল, অন্যান্য হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো। তিনি বলেন, প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীর সময়কালে কর্পোরেশন সব ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতো। আমি চাই স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও সেরকম ভূমিকা রাখুক।
মেয়র বলেন, সবসময় নানা সীমাবদ্ধতা ও সমস্যা থাকবে। এরমধ্যেও নাগরিক সুবিধা ও সেবাকে অগ্রাধিকার দিয়ে স্বাস্থ্য বিভাগকে পরিকল্পিতভাবে সাজাতে হবে। সকল ধরনের সরঞ্জাম, যন্ত্রপাতি ক্রয় ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে আধুনিকায়ন করা হবে। যাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনও নগরীর চিকিৎসাসেবায় মডেল হয়ে থাকে বাংলাদেশের মধ্যে। স্বাস্থ্যসেবার সকল চাহিদা ও প্রয়োজনীয়তা কর্পোরেশনের প্রধান নির্বাহী ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বসে ঠিক করবেন। প্রয়োজনীয় যা সহযোগিতা করা লাগে মেয়র হিসেবে আমি অবশ্যই করব। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, ডা. মোহম্মদ আলী, ডা. নাসিম ভূঁইয়া, ডা. শাহীন পারভীন, ডা. দীপা ত্রিপুরা, ডা.হাসান মুরাদ চৌধুরী, ডা. মুজিবুল আলম, ডা. সুমন তালুকদার, ডা. সৈয়দ দিদারুল মুনির রুবেল, ডা. তৌহিদুল আনোয়ার, ডা. উম্মে কুলসুম সুমি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু করে দিয়ে গেছেন, তা ধরে রাখতে হবে : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধচসিক স্বাস্থ্যকেন্দ্রে ৮ সমস্যা