অবসরে থিসারা পেরেরা

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ৪ মে, ২০২১ at ১০:৫৯ পূর্বাহ্ণ

দুয়ারে কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর মধ্যেই হুট করে অবাক করা সিদ্ধান্ত নিলেন থিসারা পেরেরা। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন শ্রীলংকার এই অলরাউন্ডার। শ্রীলংকা ক্রিকেট সোমবার জানিয়েছে, তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দিতে অবসর নিয়েছেন থিসারা। গত মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে হয়ে থাকল দেশের হয়ে তার শেষ ম্যাচ। ৩২ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার নিশ্চিত করেছেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন তিনি। চলতি মাসেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ সফরে আসার কথা শ্রীলংকার। এর আগে লংকান বোর্ড নতুন খেলোয়াড়দের সুযোগ দিতে থিসারাসহ বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে দলে না রাখার কথা জানায়। এরপরই আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানলেন ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই অলরাউন্ডার। ওয়ানডে ক্রিকেটে অনিয়মিত হয়ে পড়লেও টি-টোয়েন্টির ভাবনায় ভালোভাবেই ছিলেন থিসারা। ২০০৯ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের পথচলা শুরু হয় থিসারার। এই সংস্করণে ১৬৬ ম্যাচ খেলে ১৭৫ উইকেট নিয়েছেন তিনি, গড় ৩২.৭৯। এক সেঞ্চুরি ও ১০ ফিফটিতে রান করেছেন দুই হাজার ৩৩৮।
দ্রুত রান তোলার সামর্থ্য ছিল থিসারার। তাই স্ট্রাইক রেটের দিক থেকে জায়গা করে নিয়েছেন সেরাদের তালিকায়। তার ১১২.০৮ স্ট্রাইক রেট ওয়ানডেতে অন্তত দুই হাজার রান করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ।
ওয়ানডের এক বছর পর টি-টোয়েন্টিতে অভিষেক হয় থিসারার।

পূর্ববর্তী নিবন্ধসাকিব-মোস্তাফিজের ব্যাপারে নির্দেশনার অপেক্ষায় বিসিবি
পরবর্তী নিবন্ধনিজেকে শাণিত করে তোলার চেষ্টায় আছেন মোসাদ্দেক