৪৪ বছর পর কোনো অস্ট্রেলিয়ান নারী টেনিস তারকা হিসেবে জিতলেন অস্ট্রেলিয়ান গ্র্যান্ড স্ল্যাম। আর তার মাত্র কয়েক সপ্তাহ পরেই সবাইকে চমকে দিয়ে অবসরের ঘোষণা দিলেন অ্যাশলে বার্টি। টেনিসের এক নম্বর বাছাই অ্যাশলে বার্টি সবাইকে চমকে দিয়েছেন এক ঘোষণার মাধ্যমে। বুধবার মাত্র ২৫ বছর বয়সে টেনিস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। অবসরের ঘোষণায় তিনি বলেন, আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। এখন অন্য স্বপ্নপূরণের পথে হাঁটতে চাই। তিনি জানিয়েছেন, গত বছর উইম্বলডন জিতেই তিনি টেনিস ছাড়তে প্রস্তুত ছিলেন। তিনবারের গ্রান্ডস্ল্যাম জয়ী অ্যাশলে বার্টি আরও বলেন, আমার কাছে সাফল্য মানে সামর্থ্যের সবকিছু দিতে পারা, যতটুকু সম্ভব। যা অর্জন করেছি তাতে আমি সন্তুষ্ট। আমি খুশি কারণ আমি জানি নিজের সেরাটা দিতে কতটা পরিশ্রম করতে হয়।












