অবসরের বয়স বাড়ানোর প্রতিবাদে ফ্রান্সে ধর্মঘট অব্যাহত

| বুধবার , ১ ফেব্রুয়ারি, ২০২৩ at ৯:৫৫ পূর্বাহ্ণ

অবসরে যাওয়ার বয়স ৬২ থেকে ৬৪ বছর করার যে পরিকল্পনা ইমানুয়েল ম্যাক্রোঁ সরকার করেছে তার প্রতিবাদে ফ্রান্স জুড়ে দ্বিতীয় দফায় ধর্মঘট চলছে। আটটি বড় বড় শ্রমিক ইউনিয়নের সদস্যরা সোমবার থেকে ওই ধর্মঘট শুরু করেছে বলে জানায় বিবিসি। যাতে সর্বস্তরের সাধারণ মানুষও অংশ গ্রহণ করছেন। মঙ্গলবার ধর্মঘটের দ্বিতীয় দিন স্কুল, গণ পরিবহন এবং তেল শোধনাগারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। অবসরের বয়স দুই বছর বাড়ানোর সরকারি পরিকল্পনার নিন্দা জানিয়ে এদিন ফ্রান্সের বড় বড় নগরীগুলোতে লোকজন মিছিল করেছে। খবর বিডিনিউজের।

ধর্মঘটের কারণে রেল চলাচল ব্যাহত হয়েছে। এদিন, দেশটির উচ্চগতির টিজিভি ট্রেন অন্যান্য দিনের তুলনায় তিনভাগের এক ভাগ চলাচল করছে। লোকাল এবং আঞ্চলিক ট্রেন স্বাভাবিকের তুলনায় কম সংখ্যায় চলেছে বলে জানায় রয়টার্স। একই কারণে গত ১৯ জানুয়ারি ফ্রান্স জুড়ে ধর্মঘট হয়েছিল। সেদিন ১০ লাখের বেশি মানুষ সড়কে নেমে প্রতিবাদ জানিয়েছিল বলে দাবি আয়োজকদের।

মঙ্গলবার ধর্মঘটে অংশ নেওয়া বাস চালক ইসাবেল টেঙিয়ার বলেন, আমরা আমাদের বয়স ৬৪ বছর হওয়া পর্যন্ত বাস চালিয়ে যাওয়ার মত সক্ষম থাকবো না। একটি বিলাস সেক্টরে কাজ করা ৩৪ বছরের ম্যাথু জ্যাকট অবশ্য মনে করেন ধর্মঘট করে কোনো লাভ হবে না। বলেন, ধর্মঘটে অংশ নেওয়ার কোনো মানে নাই। কারণ, যেকোনো মূল্যে এই বিল গৃহীত হবে। দ্বিতীয় দফার এই ধর্মঘটকে সমর্থন জানিয়ে ফ্রান্সের প্রাথমিক বিদ্যালয়ের প্রায় অর্ধেক শিক্ষক কাজে যাননি বলে দাবি শ্রমিক ইউনিয়নগুলোর।

পূর্ববর্তী নিবন্ধক্রাইমিয়া আর কখনোই ইউক্রেনের হবে না : ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট
পরবর্তী নিবন্ধপাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ১০০