অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলামকে বিবিসির আমন্ত্রণ

| বৃহস্পতিবার , ১৭ জুলাই, ২০২৫ at ১০:২৩ পূর্বাহ্ণ

বাংলাদেশের সাবেক কূটনৈতিক ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর (অব.) এমদাদুল ইসলামকে লন্ডনে আমন্ত্রণ জানিয়েছে বিবিসি বার্মিজ সার্ভিস। সমপ্রতি বিবিসির একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে আলোচিত হন তিনি।

বিবিসির লন্ডন অফিস থেকে বার্মিজ সার্ভিসের প্রযোজক ওয়াই পি আই মেজর অব এমদাদের নিকট পাঠানো এক চিঠিতে বলেন, ‘আপনার বিশ্লেষণ অত্যন্ত ব্যাপক ও গুরুত্বপূর্ণ ছিল। রাখাইন তথা আরাকান রাজ্যের পরিস্থিতি সম্পর্কে আপনি অত্যন্ত অভিজ্ঞ এবং আপনার মূল্যবান মতামতের জন্য আমরা দারুণ সাড়া পেয়েছি।’

তিনি জানান, জুলাই মাসের শেষ সপ্তাহ কিংবা আগস্টের প্রথম সপ্তাহে সাক্ষাৎকারের জন্য সময় নির্ধারণ করা হলে স্টুডিওতে আয়োজন করা হবে।

উল্লেখ্য, মেজর (অব.) এমদাদুল ইসলাম এক সময় বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের সিত্তে শহরে রাষ্ট্রীয় মিশনে কর্মরত ছিলেন। রাখাইন রাজ্যে কর্মরত থাকার অভিজ্ঞতার ফলে তিনি এই অঞ্চলের ভূরাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সুগভীর ধারণা রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওজিএসবি, চট্টগ্রামের বৈজ্ঞানিক সেমিনার
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে জুতা কারখানার গুদামে অগ্নিকাণ্ড