আগ্রাবাদ বিদ্যুৎ ভবনের বিজয় হলে অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবী কল্যাণ সমিতির উদ্যোগে আর্থিক অসচ্ছল ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিতরণ দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ইমাম হোসেন। সভাপতিত্ব করেন চট্টগ্রাম শাখার সভাপতি প্রকৌশলী উদয় শেখর দত্ত। শুভেচ্ছা বক্তব্য রাখেন করেন প্রকৌশলী হোসেন আহমেদ।
বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন, বাংলাদেশ ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ বিভাগীয় সভাপতি প্রকৌশলী প্রদীপ কান্তি বিশ্বাস, প্রকৌশলী কামাল উদ্দিন আহমেদ, প্রকৌশলী বিশ্বনাথ মজুমদার, প্রকৌশলী মমতাজ উদ্দিন, রাজা মিয়া, শিক্ষক প্রদীপ চক্রবর্ত্তী প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রকৌশলী জাফর আহমেদ সাদেক। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মনসুরাবাদ হাই স্কুল এবং ৬০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের হাই স্কুলের প্রায় ৩০ জন ছাত্রছাত্রীকে শিক্ষা সহায়ক অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি