বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির চট্টগ্রাম শাখার এক সভা গতকাল শনিবার সকালে দামপাড়াস্থ পুলিশ লাইনস্থ সমিতি কার্যালয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মো. আল্লাহ্ বকশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সমিতির সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ সুপার এম এম সাজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবিরসহ ২০ থেকে ২৫ জন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা।
সভায় সম্প্রতি মৃত্যুবরণকারী সমিতির সদস্য আর্য্য প্রিয় বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। এছাড়াও সমিতির গুরুতর অসুস্থ সদস্য অতিরিক্ত পুলিশ সুপার তপন চন্দ্র বড়ুয়া, মো. আবদুল হামিদ, দেলোয়ার হোসেন, মোহাম্মদ ইসলাম, মো. আলী আজম, সলিল বিকাশ তালুকদার, মো. নজরুল ইসলাম, শাহ আলম, উদয়ন বড়ুয়া, নিলু কান্তি বড়ুয়া, নুর হোসেন, মো. মোজাহের আলমের রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। সভা শেষে সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম সম্পন্ন করেন। প্রেস বিজ্ঞপ্তি।