আমার ছন্দহীন নিরানন্দে ঘেরা
নীরস জীবনে
অপ্রেমকে আলগোছে দু‘হাতে ঠেলে
অতি সন্তর্পণে অবশেষে তুমি এলে;
আমার এক জীবনের দীর্ঘশ্বাসের অবসান,
ভয়ানক অভিসম্পাতের নিষ্কৃতি,
অপূর্ণতার সমাপ্তি সহ জন্মান্তরের
প্রার্থিত আরাধ্য সেই মানব রূপে।
রেহেনা আকতার | বুধবার , ৪ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:৪২ পূর্বাহ্ণ