চৌদ্দ কোটি টাকার জায়গা ভবনসহ মাসিক মাত্র ৬০ হাজার টাকায় ভাড়া দেয়ার ‘শায়েস্তা খানীয় আমলের’ সিদ্ধান্ত থেকে সরে এসেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। সাগরিকা রোডস্থ টিউবলাইট ফ্যাক্টরির বারো হাজার বর্গফুটের বেশি আয়তনের পাকা অবকাঠামো ভাড়া দেয়ার কার্যাদেশ বাতিল করা হয়েছে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা টিউব লাইট ফ্যাক্টরিটি আয়বর্ধক প্রকল্পের নামে ‘পছন্দের ব্যক্তির’ নিকট ইজারা দেয়ার অভিযোগ উঠেছিল। আয়বর্ধনের নামে আহুত টেন্ডারে সর্বোচ্চ দরদাতাকে ভাড়া না দিয়ে অর্ধেকেরও কমে সর্বনিম্ন দরদাতাকে প্রদান করা হচ্ছিল। সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠানের অভিযোগের প্রেক্ষিতে অবশেষে ওই টেন্ডারের কার্যাদেশ বাতিল করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয় বাড়ানোর জন্য সংস্থার মালিকানাধীন সাগরিকা রোডস্থ টিউব লাইট ফ্যাক্টরির অবকাঠামো ভাড়া দেয়ার জন্য ২০১৯ সালে সিদ্ধান্ত নেয়া হয়। ওই সিদ্ধান্তের আলোকে টিউবলাইট ফ্যাক্টরির ১৭ কাঠা ভূমির উপর পাকা অবকাঠামো ভাড়া দেয়ার জন্য টেন্ডার আহ্বান করা হয়। ১৮১ ফুট দীর্ঘ এবং ৬৭ ফুট প্রস্থের ১২ হাজার ১২৭ বর্গফুট আয়তনের জায়গা ভাড়া দেয়ার টেন্ডারে সাতটি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে চারটি প্রতিষ্ঠানের দরপত্র প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে শুরুতে বাতিল হয়ে যায়। বাকি তিনটি প্রতিষ্ঠানের দরপত্র গ্রহণ করা হয়। এর মধ্যে জামশেদ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান মাসিক ১ লাখ ৪২ হাজার টাকা ভাড়া দেয়ার প্রস্তাব করে। কাজী ইলেকট্রনিঙ নামের একটি প্রতিষ্ঠান ১ লাখ ৩৯ হাজার টাকা ভাড়া দেয়ার প্রস্তাব করে দ্বিতীয় এবং এস এস কর্পোরেশন এন্ড সিন্ডিকেট ৬০ হাজার টাকা ভাড়া প্রদানের প্রস্তাব করে তিন প্রতিষ্ঠানের মাঝে তৃতীয় বা সর্বনিম্ন দরদাতা বিবেচিত হয়।
অভিযোগ করা হয় যে, টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিয়মানুযায়ী সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়ার কথা থাকলেও তা দিনের পর দিন ঝুলিয়ে রাখা হয়। বিষয়টি নিয়ে সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান জামশেদ এন্টারপ্রাইজ উচ্চ আদালতে মামলা করে। আদালতের কিছু নির্দেশনাও দেয়া হয়। কিন্তু জামশেদ এন্টারপ্রাইজের অভিযোগের কোন সুরাহা না করেই ২০১৯ সালের ২৭ নভেম্বর সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান এস এস কর্পোরেশন এন্ড সিন্ডিকেটকে মাত্র ৬০ হাজার টাকা ভাড়ায় ভবনসহ ১৭ কাঠা জায়গা বরাদ্দ দেয়া হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দুদকসহ বিভিন্ন সংস্থা বরাবরে অভিযোগ দাখিল করা হয়। অবশেষে সেই টেন্ডারের কার্যাদেশ বাতিল করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এসএস কর্পোরেশনকে কার্যাদেশ বাতিল করার বিষয়ে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে।
গতকাল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মুফিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, টিউবলাইট ফ্যাক্টরির অবকাঠামোসহ জায়গাটি ভাড়া দেয়ার কার্যাদেশ বাতিল করা হয়েছে। অনিয়মের কারনে কার্যাদেশটি বাতিল করা হয় বলেও তিনি স্বীকার করেন।