অবশেষে সরকারি নিয়মে বেতন ও ফি আদায়ের ঘোষণা

রামু সরকারি কলেজ

রামু প্রতিনিধি | সোমবার , ৯ অক্টোবর, ২০২৩ at ১০:৩২ পূর্বাহ্ণ

সরকারিকরণের পাঁচবছর পর কঙবাজারের রামু সরকারি কলেজে শিক্ষার্থীদের কাছ থেকে সরকারি নিয়মে বেতন ও অন্যান্য ফি আদায়ের ঘোষণা দেওয়া হল। গতকাল রোববার দুপুরে এসএসসি ২০২৩২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে কঙবাজারের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এ ঘোষণা দেন।

ঘোষণায় বলা হয়, এখন থেকে এইচএসসিতে ২০ টাকা এবং ডিগ্রি ও অনার্সে মাসিক ২৫ টাকা বেতন নেওয়া হবে। এছাড়াও পরীক্ষার ফি বিষয় ভিত্তিক ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এইচএসসিতে ১৫০ টাকা, ডিগ্রি ২০০ এবং অনার্সে ৩০০ টাকা আদায় করা হত। প্রায় ৫ বছর ২ মাস পর হলেও এমন ঘোষণায় শিক্ষার্থী ও অভিভাবকেরা সন্তোষ প্রকাশ করেন। ২০১৮ সালের ৮ আগস্ট রামু কলেজ সরকারি হয়।

প্রধান অতিথির বক্তব্যে সাইমুম সরওয়ার কমল বলেন, পড়ালেখায় মনোযোগী থাকলে ভবিষ্যতে যে কোনো উচ্চ পদে আসীন হওয়া যায়। তবে নিজেকে গড়ে তুলতে কোনো খারাপ বন্ধুর পাল্লায় পড়া যাবে না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রামু সরকারি কলেজের অধ্যক্ষ মুজিবুল আলম। এসময় রামু সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল হক, সহকারী অধ্যাপক সুপ্রতীম বড়ুয়া, . . . জহির, ইসরাত জাহান দুলালী, আকতার জাহান কাকলী, ছলিম উল্লাহ, কিশোর পাল, মাহমুদুল হাসান তৌহিদ, অহিদুল কবির প্রমুখ শিক্ষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ইজত উল্লাহ ও মানসী বড়ুয়া। আলোচনা সভা শেষে সাইমুম সরওয়ার কমল এমপি রামু সরকারি কলেজের চারতলা বিশিষ্ট শেখ হাসিনা ভবন (আইসিটি) উদ্বোধন করেন এবং কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।

পূর্ববর্তী নিবন্ধস্পিডবোটসহ নৌযানে ভাড়া কমানোর দাবিতে ছাত্রলীগের মানববন্ধন
পরবর্তী নিবন্ধমহানবী (সা.) দুনিয়ায় এসেছিলেন মানবতার চির মুক্তির দূত হয়ে