অবশেষে প্রায় সাড়ে সাত মাস পর ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে করোনাভাইরাসের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ডের ১০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। গতকাল শনিবার সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এসব টিকা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা। খবর বিডিনিউজের।
তিনি বলেন, বেক্সিমকোর পক্ষে কর্মকর্তারা এসব টিকা গ্রহণ করেছেন। টিকা আনার জন্য ত্রিপক্ষীয় যে চুক্তি হয়েছিল সেই চুক্তির আওতায় কেনা টিকার অংশ হিসেবে এসব টিকা এসেছে।
টিকাগুলো আমাদের ওয়্যারহাউসে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে স্বাস্থ্য অধিদপ্তরকে বুঝিয়ে দেব। পরের চালান কবে আসবে তা এখনও জানা যায়নি উল্লেখ করে তিনি বলেন, চুক্তির আওতায় বাকি টিকাগুলো কবে আসবে তা এখনও বলা যাচ্ছে না। এটা ভারতের পারমিশনের ওপর নির্ভর করে।
এ বছর ২৫ মার্চ কোভিড মহামারী পরিস্থিতির চরম অবনতি ঘটলে ভারত টিকা রপ্তানি বন্ধের ঘোষণা দেয়। এরপর থেকে নানান চেষ্টা ও আলোচনা চললেও সেরাম ইনন্সিটিউট থেকে আর টিকা পায়নি বাংলাদেশ। এর আগে ২৬ মার্চ দেশটি থেকে সর্বশেষ ১২ লাখ ডোজ টিকার চালান এসেছিল। এ নিয়ে প্রায় সাড়ে সাত মাস পর আবার ভারত থেকে কোভিশিল্ডের টিকা এল। প্রতিবেশি দেশটির সেরাম ইনস্টিটিউট থেকে কোভিশিল্ডের ৩ কোটি ডোজ টিকা কেনার জন্য গত বছরের নভেম্বরে চুক্তি করে বাংলাদেশ।












