অবশেষে বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন মেহজাবীন

| মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:২৮ পূর্বাহ্ণ

ফেসবুকে এক আবেগঘন পোস্টে মেহজাবীন বলেছেন, আদনানের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল ২০১২ সালের ৯ এপ্রিল। ফেসবুকে এক আবেগঘন পোস্টে মেহজাবীন বলেছেন, আদনানের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল ২০১২ সালের ৯ এপ্রিল। খবর বিডিনিউজের।

মেহজাবীন বলেন, ওইদিন আমাদের ১৫ মিনিট কথা হয়েছিল। যাওয়ার সময় আমরা হাত মেলালাম। আদনান চলে যাওয়ার পর আমি অনুভব করলাম তার সঙ্গে আমার হৃদয়ের একটি টুকরো চলে গেছে। ১৩ বছর ধরে তারা এক সঙ্গে পথ চলেছেন জানিয়ে মেহজাবীন বলেছেন, আদনানের সঙ্গে তিনি প্রতিটি আনন্দের ঘটনা উদযাপন করেছেন, খারাপ সময় একসাথে পাড়ি দিয়েছেন। মানুষ বলে সাত বছরের বন্ধুত্ব স্থায়ী হয়, আমরা এটি দ্বিগুণ করেছি। গত ১৪ ফেব্রয়ারিতে আগামী জীবনে একসাথে পথ চলতে দুজনে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন বলেও জানিয়েছেন মেহজাবীন।

পূর্ববর্তী নিবন্ধবাবিসাস অ্যাওয়ার্ড পেলেন মডেল খালেদ হোসেন চৌধুরী
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৩১.৫০ কোটি টাকা