অবশেষে ফুটপাতের ওপর গড়ে ওঠা দোকানটি উচ্ছেদ

জামালখান মোড়

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩১ অক্টোবর, ২০২৪ at ৬:৩২ পূর্বাহ্ণ

অবশেষে উচ্ছেদ করা হয়েছে নগরের জামালখান মোড়ে ফুটপাতের ওপর গড়ে ওঠা দোকানটি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) গতকাল দোকানটি উচ্ছেদ করে। উচ্ছেদ অভিযানে নেতৃত্বে দেন চসিকের জামালখান ওয়ার্ডের পরিচ্ছন্ন তত্ত্বাবধায়ক রিপন।

জামালখানে মোড় এবং আশেপাশের ফুটপাতে সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় সবুজায়নের পাশাপাশি সেখানে ছোট ছোট বাগান এবং বসার স্থান করে দেয় চসিক। কিন্তু গত কয়েক দিন ধরে সেখানে বসার স্থানে টিন দিয়ে নির্মাণ করা হয় দোকান। গতকাল এ বিষয়ে দৈনিক আজাদীতে একটি ‘ফটো ফিচার’ প্রকাশ হয়। এরপর টনক নড়ে চসিকের। উচ্ছেদ করা হয় দোকানটি। এছাড়া বিকেলে পুলিশও টহল দিয়ে সেখানে পথরোধ করে ব্যবসা করতে চাওয়া ভ্রাম্যমাণ হকারদের সরিয়ে দেয়।

চসিকের অভিযানে নেতৃত্ব দেয়া রিপন আজাদীকে বলেন, আজাদীর ছবি দেখে প্রধান নির্বাহী স্যার আমাকে কল দিয়ে সেটা উচ্ছেদ করতে বলেন। এরপর উচ্ছেদ করি। এসময় দোকানের মালিককে পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় পতাকা অবমাননার অভিযোগে দুই যুবক আটক
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে হঠাৎ করে কেন এই লোডশেডিং