অবশেষে প্রকাশ্যে এলো বাংলাদেশের বিশ্বকাপ জার্সি

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৮ মে, ২০২৪ at ৭:৩২ পূর্বাহ্ণ

টিটোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো তাদের জার্সি উন্মোচন করেছে অনেক আগেই। বেশিরভাগ দলই বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে জার্সি উন্মোচন করেছে। কিন্তু ব্যতিক্রম ছিল কেবল বাংলাদেশ। অন্য দলগুলো আইসিসি বেধে দেওয়া শেষ সময়ের অনেক আগেই দল ঘোষণা করলেও বাংলাদেশ করেছে একেবারে শেষ মুহূর্তে এসে। তেমনি জার্সি উন্মোচনেও ছিল বাংলাদেশের লূকোচুরি। বাংলাদেশের টিটোয়েন্টি বিশ্বকাপ জার্সি উম্মোচন করার কথা ছিল দেশে থাকতেই। কিন্তু সেটি হয়নি। এরপর যুক্তরাষ্ট্রে গিয়েও আগেভাগে উম্মোচিত হয়নি লালসবুজের সংমিশ্রণে নতুন সংস্করণের জার্সি। গতকাল সোমবার বাংলাদেশ সময় ভোরে বহুল আকাঙ্ক্ষিত জার্সি ক্রিকেটভক্তদের সম্মুখে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল সকালে বিসিবির অফিসিয়াল ফেসবুকে পেজে বিশ্বকাপের জার্সি প্রদর্শন করা হয়। চিরাচরিত লালসবুজেই বানানো হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি। জার্সির বেশিরভাগ রঙই সবুজ। শুধু কাধ থেকে হাত পর্যন্ত লাল স্ট্রেপ দেওয়া হয়েছে। আর ট্রাউজারের পুরোটাই সবুজ। সামনে বিসিবি আর বিশ্বকাপের লোগো। তার নিচে বড় করে লেখা বাংলাদেশ। এমন এক সময় বাংলাদেশ বিশ্বকাপ জার্সি উন্মোচন করল যখন যুক্তরাষ্ট্রের মত দলের কাছে হেরে বাংলাদেশ দল তুমুল সমালোচনার মুখে। তাইতো বাংলাদেশ দলের জার্সি উন্মোচন করে যে পোস্ট দিয়েছে বিসিবি তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে সেখানে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাংলাদেশের ক্রিকেটভক্তরা। একেতো দেরি করে উন্মোচন করা হয়েছে জার্সি। তার উপর যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে সিরিজ হার। দুই মিলিয়ে বাংলাদেশের দলের উপর ক্ষোভ ক্রিকেটভক্তদের। যে কারণে অধিকাংশই নাজমুল হোসেন শান্তর দলের সমালোচনা করেছেন। কেউ কেউ কথা বলেছেন জার্সির ডিজাইন নিয়ে। যে সমস্ত ক্রিকেট ভক্ত মন্তব্য করেছেন তাদের বেশিরভাগেরই মন্তব্য ছিল নেতিবাচক। বেশিরভাগ বক্তের প্রত্যাশা ছিল বিশ্বকাপের জার্সিতে নতুনত্ব থাকবে।

দৃষ্টি আকর্ষণ করবে সবার। কিন্তু এই জার্সিতে সেরকম কিছু দেখতে পাচ্ছে না তারা। তারপরও দলের জন্য শুভকামনা জানিয়েছেন অনেকেই। বাংলাদেশের ক্রিকেট ভক্তদের প্রত্যাশা কঠিন সময় পার করে বাংলাদেশ আবার স্বরূপে ফিরবে। আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯ টায়। এরপর ১ জুন ভারতের বিপক্ষে আরও একটি গা গরমের ম্যাচ খেলতে শান্ত বাহিনী।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি হতে চান রিশাদ
পরবর্তী নিবন্ধআজ আবার যুক্তরাষ্ট্রের মুখোমুখি বাংলাদেশ