অবশেষে পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যানদের অংশগ্রহণ

চন্দনাইশ উপজেলা পরিষদের প্রথম মাসিক সমন্বয় সভা

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ জুলাই, ২০২৪ at ১১:২০ পূর্বাহ্ণ

অবশেষে মেয়র ও চেয়ারম্যানদের অংশগ্রহণে চন্দনাইশ উপজেলা পরিষদের প্রথম মাসিক সমন্বয় সভা গতকাল বুধবার উপজেলা ভিডিও কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দীন আহমদ। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আকতার চৌধুরী, চন্দনাইশ পৌরসভার মেয়র মো. মাহাবুবুল আলম খোকা, দোহাজারী পৌরসভার মেয়র মো. লোকমান হাকিম, ইউপি চেয়ারম্যান মো. আবদুল আলীম (ধোপাছড়ি), আবদুর রহিম চৌধুরী (বরকল), খোরশেদ আলম টিটু (বরমা), অ্যাড. খোরশেদ বিন ইসহাক (হাশিমপুর), আমিন আহমেদ চৌধুরী রোকন (জোয়ারা), এসএম সায়েম ( বৈলতলী), আহমদুর রহমান (সাতবাড়িয়া), উপজেলা ইঞ্জিনিয়ার মুহাম্মাদ জুনাইদ আবছার চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, কাঞ্চনাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুর রহমান। প্রথম সভাতে কমিটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে প্যানেল চেয়ারম্যান১ নির্বাচিত হন মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আকতার চৌধুরী ও প্যানেল চেয়ারম্যান২ নির্বাচিত হন ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী। একই সাথে উপজেলার ১৭টি কমিটিও গঠন গঠন করা হয়। সভার শুরুতে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দীন আহমদকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন মেয়র ও চেয়ারম্যানরা।

উল্লেখ্য, গত ২৪ জুন চন্দনাইশ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জসীম উদ্দীন আহমেদের দায়িত্বভার গ্রহণ ও প্রথম মাসিক সমন্বয় সভায় উপস্থিত ছিলেন না দুটি পৌরসভার মেয়র ও আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ফলে সভার কোরাম পূর্ণ না হওয়ায় তখন সভা মুলতবী করেন সভাপতি। ফলে গতকাল পুনরায় প্রথম মাসিক সমন্বয় সভার তারিখ নির্ধারণ করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধমিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের সাবেক সহকারী প্রকৌশলী শেখ গিয়াস উদ্দিন আহমদের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধআপিল নিষ্পত্তির আগে সাজা স্থগিত হয় না