অবশেষে পরিচয় মিলেছে রাঙ্গুনিয়ায় উদ্ধার হওয়া গলাকাটা অজ্ঞাত যুবকের

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১৫ জুলাই, ২০২৩ at ৯:০০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার সেলিমা কাদের চৌধুরী কলেজ গেইট এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের লাশের পরিচয় অবশেষে পাওয়া গেছে। তার নাম মো. জাহাঙ্গীর (৩৫)। তিনি পটিয়া উপজেলার পূর্ব মনসা ৭ নম্বর ওয়ার্ড মনসা এলাকার জহির আহমদের ছেলে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর জাহাঙ্গীরের পরিবার রাঙ্গুনিয়া থানায় এসে লাশের ছবি দেখে শনাক্ত করেছেন। গত ১১ জুলাই রাত পৌণে আটটার দিকে চট্টগ্রামকাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার সেলিমা কাদের চৌধুরী কলেজ গেইট এলাকা থেকে অজ্ঞাত হিসেবে গলাকাটা লাশটি উদ্ধার করেছিলো পুলিশ।

পরিচয় শনাক্তের বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) খান নূরুল ইসলাম বলেন, গতকাল শুক্রবার জুমার নামাজের পর পটিয়া থেকে উনার পরিবার এসে লাশের ছবি দেখে শনাক্ত করেন। এই ব্যাপারে একটি হত্যা মামলা রুজু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা কোর্স ফর রোভার মেট শুরু
পরবর্তী নিবন্ধমনোয়ারা বেগম