অবশেষে নিজের ঘরে উঠলেন বৃদ্ধা মা

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ অক্টোবর, ২০২০ at ৫:০৭ পূর্বাহ্ণ

এক পুত্র ও এক কন্যা সন্তানের জননী আকলিমা বেগম (৬০) এক বৃদ্ধ মা। জীবনের শেষ বয়সে থাকার জায়গা হয়নি নিজের ঘরে। তাঁর একমাত্র পুত্র আবুল কালাম ও পুত্রবধু পারিবারিক কলহের জের ধরে নিজের বৃদ্ধ মাকে ঘর থেকে বের করে দিয়েছেন। গতকাল বুধবার হাটহাজারী পৌরসভার আদর্শগ্রামের দক্ষিণ পাহাড়ের মাছুম ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে। ছেলের সেমিপাকা ঘর থাকলেও সেখানে ঠাঁয় হয়নি মায়ের। রান্নাঘর হিসেবে ব্যবহার করা আলাদা বারান্দার একপাশে মাদুর বিছিয়ে থাকতেন তিনি। কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে আবুল কালাম তাকে বারান্দা থেকেও বের করে দেন। বাইরে ফেলে দেন তার কাপড়, ব্যবহারের জিনিষপত্র। অসহায় বৃদ্ধা আকলিমা বেগম ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে। ইউএনওর হস্তক্ষেপে ছেলে আবুল কালাম মাকে ঘরে তুলতে বাধ্য হন। রাজি হন ভরণ-পোষণ দিতেও।
ইউএনও মো. রুহুল আমিন জানান, দুপুরে একজন বৃদ্ধা অফিসে এসে কান্নাকাটি করেন। তিনি অভিযোগ করেন, জায়গার মালিক হওয়া সত্বেও ছেলে তাকে ঘর থেকে বের করে দিয়েছে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আমরা ওই ঠিকানায় রওনা দিই। পৌঁছে তার ছেলের সঙ্গে কথা বলি। তাকে বুঝিয়ে বলেছি- এই ঘরে থাকতে হলে জায়গার মালিককে সন্তুষ্ট করে থাকতে হবে। মাকে ভরণ-পোষণ দিতে হবে। তিনি বলেন, যেই জায়গায় সেমিপাকা ঘরটি বানানো হয়েছে, সেই জায়গার মালিক আকলিমা বেগম। ঘর বানাতেও তার কন্ট্রিবিউশন ছিলো। দলিল-খতিয়ান সব তার নামে। ফের তাকে বের করে দিতে চাইলে ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একজন অসহায় বৃদ্ধা মাকে এভাবে বের করে দেওয়া অমানমিক। উপজেলা প্রশাসন বৃদ্ধা আকলিমা বেগমের সঙ্গে আছে। তাকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। ছেলেকেও আমরা কাউন্সিলিং করছি।

পূর্ববর্তী নিবন্ধবিদেশি ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে সিডিএর বিরোধ
পরবর্তী নিবন্ধঅ্যান্টিজেন পরীক্ষা শুরু শিগগিরই