অবশেষে চবির ক্রিমিনোলজি বিভাগের সভাপতি শাখাওয়াত হোসেন

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ মে, ২০২২ at ৮:২৫ পূর্বাহ্ণ

 

 

অবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সভাপতির দায়িত্ব পেয়েছেন সহকারী অধ্যাপক মো. শাখাওয়াত হোসেন। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর এস এম মনিরুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ্যাক্ট ১৯৭৩ এর ১ম সংবিধির ৭নং ধারা মোতাবেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মো. শাখাওয়াত হোসেনকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাদিসহ ৩ বছরের জন্য উক্ত বিভাগের সভাপতি নিয়োগ করা হল।

সভাপতির দায়িত্ব পাওয়ার অনুভূতি ব্যক্ত করে মো. শাখাওয়াত হোসেন বলেন, দায়িত্ব পালন অত্যন্ত চ্যালেঞ্জের সেই সঙ্গে রোমাঞ্চকরও বটে। চ্যালেঞ্জ এই কারনে যে বিভাগকে শিক্ষা ও গবেষণায় গতিশীল করতে প্রচুর পরিশ্রম ও সতর্ক থাকতে হবে। ওয়ার্কশপ, সেমিনার, পাবলিক টক আয়োজনের পাশাপাশিসহ শিক্ষা কার্যক্রম সচল রাখতে পরিকল্পিত কৌশলের বিকল্প নেই। উল্লেখ্য, ২০১৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প
পরবর্তী নিবন্ধচাক্তাইয়ে চার হাজার কেজি পলিথিন জব্দ