দীর্ঘ সময় ধরে পড়ে থাকা রাউজান পশ্চিম গুজরা ইউনিয়নের রাউলী সড়কের জনদুর্ভোগপূর্ণ অংশটিতে এখন আরসিসি ঢালাই কাজ শুরু করা হয়েছে। এলাকার জনসাধারণের অভিযোগ ছিল সড়কটির উন্নয়ন কাজে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠান সড়কের কিছু অংশে আরসিসি ঢালাই দিয়ে কাজ ফেলে রেখেছিল। বাকি সড়ক পথ কাজ না করে ফেলে রাখার কারণে এলাকার মানুষকে চরম দুর্ভোগের মধ্যে চলাচল করতে হতো। জানা যায়, স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী উন্নয়ন কাজের দায়িত্ব পাওয়া ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ প্রদান করেন। উপজেলা প্রকৌশলী আবুল কালাম সংশ্লিষ্ট ঠিকাদারকে দ্রুত কাজ শেষ না করলে ব্যবস্থা নেয়ার হুমকি দিলে ঠিকাদার প্রতিষ্ঠানটি কাজে হাত দেয়। জানা যায়, রাউলি সড়কটি স্থানীয় জনসাধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাউজান-নোয়াপাড়া সেকশন-১ এর রামবাজার থেকে শুরু হয়ে এটি যুক্ত হয়েছে কাঁঠালভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে রগুনন্দন চৌধুরী হাটে নোয়াপাড়া-রাউজান সেকশন-২ এর সাথে। স্থানীয় চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ এ প্রসঙ্গে বলেন, ঠিকাদারের হেয়ালিপনার কারণে সড়কটির উন্নয়ন কাজ এতদিন বন্ধ ছিল। তিনি বলেন ফেলে রাখা কাজে হাত দেয়ায় স্থানীয়দের দুর্ভোগ আর থাকছে না। উপজেলা প্রকৌশলী আবুল কালাম জানান, এই সড়কটি উন্নয়নে দুই কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।