অবশেষে কর্ণফুলী প্রকৌশলী জাহেদুল আলমকে বদলি

কর্ণফুলী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ জানুয়ারি, ২০২৫ at ৭:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে কর্মরত বহুল আলোচিত ও সমালোচিত উপজেলা প্রকৌশলী মো. জাহেদুল আলম চৌধুরীকে অবশেষে বদলি করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্বে থাকা অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

একই সাথে বদলির বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম এলজিইডি নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ জামাল উদ্দীন।

আদেশে বলা হয়, কর্ণফুলী উপজেলা প্রকৌশলী মো. জাহেদুল আলম চৌধুরী’র নতুন কর্মস্থল চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা।

বদলির খবরে কর্ণফুলীর একাধিক ঠিকাদার ও বিএনপির নেতারা জানান, নানা কারণে প্রকৌশলী মো. জাহেদুল আলম চৌধুরী বিতর্কিত ছিলেন। সরকারি নানা প্রকল্প নিয়ে নানা অনিয়মের খবর বিভিন্ন সময় একাধিক পত্রিকায় প্রকাশিত হয়েছে।

তিনি ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারিতে কর্ণফুলীতে যোগদান করেন। ১ বছর ১০ মাস প্রায় ২২ মাস তিনি কর্ণফুলীতে ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় কাটা হচ্ছে কৃষি জমির মাটি, যাচ্ছে শতাধিক ইট ভাটায়