অবশেষে এলো ‘এই অবেলায়-২’

| রবিবার , ৭ ডিসেম্বর, ২০২৫ at ৫:১৯ পূর্বাহ্ণ

জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন গত বছরের অক্টোবর মাসে ‘এই অবেলায়২’ গানের টিজার প্রকাশ করেছিল। এবার প্রকাশ পেলো পুরো গান। ছয় বছর পর মুক্তি পেলো ব্যান্ডটির সিক্যুয়েল গান ‘এই অবেলায়২’। তবে, স্পন্সর জটিলতার কারণে মূল গানটি প্রকাশে বিলম্ব হয়। ব্যান্ডটির পঞ্চম অ্যালবাম ‘বাতিঘর’র এটি শেষ গান। এ ছাড়া, একইসঙ্গে বাংলার পাশাপাশি ‘এই অবেলায়২’র ইংরেজি ভার্সনও প্রকাশ করা হয়েছে।

ইংরেজি ভার্সনের নাম রাখা হয়েছে ‘রিমেম্বার মি’। উভয় গানই শিরোনামহীনের ইউটিউব চ্যানেলে মুক্তি পায়।

ইউটিউবের বর্ণনায় জানানো হয়েছে, ‘এই অবেলায়২’ মূলত হারিয়ে যাওয়া মানুষের স্মৃতি নিয়ে লেখা। জনপ্রিয় গান ‘এই অবেলায়’র সিক্যুয়েলটিতে কথা লিখেছেন জিয়াউর রহমান, সুর করেছেন কাজী আহমেদ শাফিন এবং কণ্ঠ দিয়েছেন শেখ ইশতিয়াক। ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে নীল হুরেজাহানকে। থাইল্যান্ডের কো খাম, কো মাখ ও কো চ্যাং দ্বীপে ভিডিওটির শুটিং হয়েছে। প্রসঙ্গত, ২০১৯ সালের মে মাসে ‘এই অবেলায়’ প্রকাশের পর নতুন করে আলেচনায় আসে শিরোনামহীন ব্যান্ড।

পূর্ববর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৭ বাংলাদেশ-শ্রীলংকা ওয়ানডে সিরিজ চট্টগ্রামে আজ শুরু
পরবর্তী নিবন্ধ১০ লাখ কোটি টাকায় ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি কিনে নিচ্ছে নেটফ্লিক্স