অবশেষে এথেন্সে সরকারিভাবে মসজিদ নির্মাণ

| রবিবার , ২৭ ডিসেম্বর, ২০২০ at ৯:৩৪ পূর্বাহ্ণ

গ্রিসের রাজধানী এথেন্সে প্রথমবারের মতো নির্মিত সরকারি মসজিদটি মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, গত শুক্রবার খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিনে মসজিদটি নামাজের জন্য খুলে দেওয়া হলে দিনটি মুসলমানদের জন্যও উৎসবমুখর হয়ে ওঠে। গত নভেম্বরে প্রথমবারের মতো উদ্বোধন করা হলেও মসজিদটি বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এদিকে, গ্রিসজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আরোপিত লকডাউন শিথিল করায় বড়দিন উদযাপনের সুযোগ পেয়েছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। ফলে জুমার নামাজের জন্য মসজিদটিও খুলে দিয়েছে কর্তৃপক্ষ। খবর বিডিনিউজের।
দেশটির শিক্ষা ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মহাসচিব গিয়রগস কালানটজিস বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছে, কোনো বৈষম্য রাখবো না যেন সব উপাসনালয়ে প্রার্থনা হতে পারে। তবে সেখানে একসঙ্গে ২৫ জনের বেশি মানুষ উপস্থিত থাকতে পারবেন না। এথেন্সে অটোমান সাম্রাজ্যের অবসান হওয়ার পর থেকে অর্থাৎ প্রায় দুশ’ বছর আগে থেকে মুসল্লিরা একটি মসজিদের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে প্রথমবারের মতো সরকারিভাবে মসজিদ নির্মিত হলো। নভেম্বরের শুরুতে মাত্র পাঁচদিন খোলা ছিলো মসজিদটি এবং সরকারের পক্ষ থেকে সেখানে ইমাম হিসেবে নিয়োগ পান মোহাম্মদ সিসি জাকি। মসজিদ উদ্বোধন হলে ৫৫ বছর বয়সী এ ইমাম উচ্ছ্বাস প্রকাশ করেন। তবে, সেসময় করোনা ভাইরাসের কারণে মসজিদটি বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় তহবিলে নির্মিত মসজিদটি এথেন্সের শিল্প এলাকা ইয়া ওদোসে নির্মাণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকরোনা টেস্টের লাইনে দাঁড়িয়ে প্রাণ গেল ১৫ জনের
পরবর্তী নিবন্ধইরানের সঙ্গে যুদ্ধ শুরু করবেন না ট্রাম্প