অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে অবশেষে সমঝোতায় পৌঁছেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এর ফলে দেশটির নাগরিকরা আবার ফেসবুকে নিউজ কন্টেন্ট পড়তে এবং শেয়ার করতে পারবেন। নতুন একটি আইন করতে যাচ্ছে অস্ট্রেলিয়া, যা পাস হলে গুগল, ফেসবুকসহ অনলাইন প্ল্যাটফর্মগুলো গণমাধ্যমকে লাভের অংশ দিতে বাধ্য থাকবে। বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, এটা স্বাধীন ইন্টরনেট ধারণা বিপরীত একটি বিষয়। অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে এ নিয়ে সমঝোতা না হওয়ায় হঠাৎ অস্ট্রেলিয়াবাসীর জন্য সব ধরনের নিউজ কন্টেন্ট দেখা ও শেয়ার করা বন্ধ করে দেয় ফেসবুক। এ নিয়ে প্রতিষ্ঠানটি সমালোচনার মুখে পড়ে। খবর বাংলানিউজের।
গার্ডিয়ান জানিয়েছে, প্রস্তাবিত আইনে কিছু সংশোধনী আনার পর ফেসবুক অস্ট্রেলিয়ার বিভিন্ন গণমাধ্যমের পেজগুলো আবারও খুলে দেবে বলে জানিয়েছে।
মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার। গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিভিন্ন গণমাধ্যমের সংবাদ পাঠ করা ও শেয়ার দেওয়ার সুযোগ বন্ধ করে দেয় ফেসবুক।