অবশেষে অবৈধ দখল মুক্তহলো গুনাগরি খাসমহল এলাকা

অর্ধশতাধিক দোকান উচ্ছেদ

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ১৬ জানুয়ারি, ২০২৩ at ৯:২৪ পূর্বাহ্ণ

বাঁশখালীর কালীপুর ইউনিয়নের গুনাগরিতে দুটি ভূমি অফিসের সামনে প্রধান সড়কের দুইপাশে অবৈধভাবে গড়ে ওঠা অর্ধশতাধিক দোকান অবশেষে উচ্ছেদ করা হয়েছে। এ দোকানগুলো থেকে স্থানীয় কিছু লোক সুবিধা নিচ্ছিল। তাদের দেয়া সুবিধার কারণে খাসমহল এলাকায় সৃষ্ট যানজটে সাধারণ জনগণের অবর্ণনীয় ভোগান্তি হচ্ছিল।

গতকাল রবিবার বিকালে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান ও বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিনের নেতৃত্বে এ অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা হয়। এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, গুনাগরি খাসমহল এলাকার অবর্ণনীয় যানজট বাঁশখালীর প্রধান সড়কে চলাচলকারী সবাইকে ভুগতে হয়। এখন থেকে কেউ আর এখানে অবৈধভাবে দোকান গড়ে তুলতে পারবে না। ফলে যানজট থেকে রেহাই পাওয়া যাবে। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, কালীপুর ইউনিয়নের গুনাগরি খাসমহল এলাকার দুটি ভূমি অফিসের সামনে দীর্ঘদিন থেকে অবৈধভাবে স্থাপনা তৈরি করে সাধারণ জনগণের ভোগান্তি সৃষ্টি করা হয়েছিল। আজকের পর থেকে কেউ এখানে অবৈধভাবে দোকান বসালে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে। সেই সাথে অপরাধীকে জেলেও প্রেরণ করা হবে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধচেরি স্ট্রিট মিশন
পরবর্তী নিবন্ধআনোয়ারায় আলী রজা কানু শাহের ওরশ