অবশেষে অবৈধ দখলে থাকা শত কোটি টাকার ভূমি উদ্ধার

সল্টগোলা এলাকায় সিডিএর টানা অভিযান

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩০ ডিসেম্বর, ২০২২ at ৪:১৪ পূর্বাহ্ণ

বেশ কয়েকদিন টানা অভিযান চালিয়ে অবশেষে দীর্ঘদিন অবৈধ দখলে থাকা ৮৬ কাঠা জায়গার উচ্ছেদ সম্পন্ন করা হয়েছে। বছরের পর বছর ধরে প্রভাবশালীদের দখলে থাকা অন্তত একশ কোটি টাকা দামের ৮৬ কাঠা ভূমির পুরোটা সিডিএ ঘিরে দখল বুঝে নিয়েছে।

গতকাল উচ্ছেদ অভিযান সম্পন্ন করার পর সিডিএর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুর হাসান বলেন, হালিশহর সল্টগোলা এলাকায় সল্টগোলা শপিং কমপ্লেক্সের বিপরীতপাশে বিমানবন্দর সড়কের লাগোয়া ৮৬ কাঠা জায়গা ১৯৬৬ সালে সিডিএ অধিগ্রহণ করেছিল। কিন্তু ১৯৮৫ সাল থেকে স্থানীয় প্রভাবশালী একটি চক্র জায়গাটি অবৈধভাবে দখল করে রাখে। জায়গাটিতে চার তলা তিন তলা দোতলা একাধিক ভবন নির্মাণ করা হয়। গড়ে তোলা হয়েছিল বিভিন্ন স্থাপনা। গত ১৯ ডিসেম্বর থেকে অভিযান চালিয়ে সিডিএ গতকাল অভিযান সমাপ্ত করেছে।

পূর্ববর্তী নিবন্ধহিম হাওয়ায় বাড়াচ্ছে শীত
পরবর্তী নিবন্ধডা. সেলিম আকতার ৬ষ্ঠ বার প্রেসিডেন্ট নির্বাচিত