অবরোধ হবে শান্তিপূর্ণ, উসকানিতে পা দেবেন না : রিজভী

| শনিবার , ৪ নভেম্বর, ২০২৩ at ৫:০৩ পূর্বাহ্ণ

বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের প্রতিশ্রুতি দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেই সঙ্গে এ কর্মসূচি পালন করতে গিয়ে কোনো ‘উসকানিতে’ পা না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে রিজভী বলেন, ‘এই আন্দোলন বিজয় না হওয়া পর্যন্ত চলতেই থাকবে এবং রোববার ভোর থেকে ৪৮ ঘণ্টার যে অবরোধ রয়েছে, এই অবরোধ শান্তিপূর্ণ অবরোধ। শান্তিপূর্ণভাবেই এই কর্মসূচি পালিত হবে। আমাদের দলের নেতাকর্মী বা গণতান্ত্রিক যেসব রাজনৈতিক দল ও সমমনা দল অংশগ্রহণ করছেন, সরকারের কোনো উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করে যাবেন।’ খবর বিডিনিউজের।

ব্রিফিংয়ে রিজভী বলেন, আমাদের আন্দোলন হচ্ছে জনগণ যাতে তার পছন্দমত প্রার্থীকে ভোট দিতে পারে, এই অধিকারটা প্রতিষ্ঠার জন্য আন্দোলন। এই আন্দোলন আদর্শের আন্দোলন, এটা জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন, বিবেকবান মানুষের বেড়ে ওঠার, বিকশিত হওয়ার আন্দোলন। এই আন্দোলনে যারা সমর্থন দেবে, যারা গণতন্ত্রের পক্ষে, যারা মানুষের স্বাধীনতার পক্ষে, নাগরিক স্বাধীনতার পক্ষে এবং একটা স্বৈরাচারী দৈত্যের বিরুদ্ধে, যিনি আজীবন স্বপ্ন দেখেন ক্ষমতায় থাকার, তার বিরুদ্ধে, প্রত্যেকেই এই গণতান্ত্রিক আন্দোলনে সারথী হিসেবে থাকবেন।

পূর্ববর্তী নিবন্ধআন্দোলনের নামে যারা অগ্নিসন্ত্রাস করছে তাদের রুখে দিতে হবে
পরবর্তী নিবন্ধভীত হয়ে সরকার আমীর খসরুসহ জাতীয় নেতৃবৃন্দকে গ্রেপ্তার করছে